ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টতে (আইএলটি-২০) ভালো যাচ্ছে না শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্সের। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে আন্দ্রে রাসেল-সুনীল নারিনরা একটি ম্যাচেও জিতেনি। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।

আইএলটিতে ৭ ম্যাচেও জয়ের দেখা পায়নি শাহরুখের দল। ছবিঃ সংগৃহীত
নিজেদের সপ্তম ম্যাচে আবুধাবি হারে শারজাহ ওয়ারিয়র্সের কাছে। আগে ব্যাটিং করে আবুধাবি ৪ উইকেটে ১৪৯ রান করে। রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শারজাহ।
৩৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। মোহাম্মদ নবী ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ ছাড়া টম কোহলার ১৭, অ্যাডাম হোস ১৫ রান করেন। গুরবাজ ম্যাচসেরার পুরস্কার পান। আবুধাবির হয়ে
সর্বোচ্চ ৩ উইকেট নেন লাহিরু কুমারা।
এর আগে পল স্টার্লিংয়ের ৫৫ রানে ভর করে শারজাহকে দেড়শ রানের লক্ষ্য দেয় পল স্টার্লিং। আন্দ্রে রাসেল ৩৩ ও চারিথ আসালাংকা ২১ রান করেন। শারজাহর হয়ে পল ওয়াল্টার সর্বোচ্চ ২ উইকেট নেন।
