Connect with us

আইএলটি-২০

আইএল টি-টোয়েন্টিতে এবার ভক্তদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

আইএল টি-টোয়েন্টি নানা রকম উদ্যোগ নিয়েছে টুর্নামেন্টকে ভক্তদের কাছে আকর্ষণীয় করতে। তেমনই একটি বাউন্ডারি সাইড ফ্যান পড।

আইএল টি-টোয়েন্টিতে এবার ভক্তদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

আইএল টি-টোয়েন্টিতে এবার ভক্তদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ। ছবিঃ সংগৃহীত

স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে ছয়জন ভক্তকে বেছে নেওয়া হবে। দুটি গ্রুপে তিনজন করে থাকবেন। এর মধ্যে হোম টিমের তিনজন, আর অ্যাওয়ে টিমের তিনজনের একটি করে গ্রুপ হবে।

হোম টিমের ভক্তের গ্রুপকে নেওয়া হবে তাদের দলের ডাগআউটের কাছে। আর দ্বিতীয় গ্রুপকে রাখা হবে অ্যাওয়ে দলের ডাগআউটের কাছে। ভাগ্যবান ভক্তরা নির্দিষ্ট ম্যাচের পাঁচ থেকে ছয় ওভার খেলা দেখতে পারবেন নরম তিন সিটের সোফায় বসে।

আরও পড়ুনঃ ম্যাচ জেতার পরেও আইসিসির বড়সড় শাস্তি পেলো ভারত

এই মুহূর্তের ছবিগুলো আইএল টি-টোয়েন্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশিত হবে। এছাড়া সরাসরি সম্প্রচার করা চ্যানেলেও তাদের দেখানো হবে।

Advertisement

More in আইএলটি-২০