ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) ২০২৩-এর নিলাম আজ। এবারের আসরে অংশ নেওয়া ১০ দল আজকের অকশনে অংশ নেবে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে অকশন। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস।

আইপিএল ২০২৩-এর নিলাম আজ, অংশ নিবে ৪ টাইগার। ছবিঃ সংগৃহীত
এবারের নিলাম আসর বসছে কেরালা রাজ্যের শহর কচিতে। যেখান থেকে ১০ দল সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে তাদের দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশী ক্রিকেটার থাকবেন সর্বাধিক ৩০ জন।
এবারের নিলামে নাম ছিল ছয় বাংলাদেশি ক্রিকেটারের। সেখান থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। অন্যদিকে মোস্তাফিজকে আগে থেকেই ধরে রেখেছে তার দল রাজস্থান রয়্যালস।
আরও পড়ুনঃ ব্যাটিং ব্যর্থতায় ঢাকা টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ
এদিকে গত আইপিএলে দুই কোটি রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব। কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখেলে ছিলেন অবিক্রিত। এবার দেড় কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। লিটন, তাসকিন ও আফিফ আছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।
