নিয়ম-অনিয়মের সমালোচনা বিপিএলকে বাঁধা দিতে না পারলেও আবহাওয়াও ঠিকই দিয়েছ। আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি এবং ঢাকা ডমিনেটর্স।

আধাঘণ্টা দেরীতে শুরু হলো ঢাকা-খুলনার ম্যাচ! ছবিঃ সংগৃহীত
নির্ধারিত সময় অনুযায়ী বেলা দেড়টায় ঢাকা ডমিনেটরস আর খুলনা টাইগার্স-এর নির্ধারিত ম্যাচটি যথা সময়ে শুরু হয়নি। কারণ, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। ফ্লাডলাইট জ্বলছে বেলা সাড়ে ১২ টা থেকে। তারপরও প্রথম ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
ম্যাচ রেফারি রকিবুল হাসান জানালেন, ‘কুয়াশার কারণে খেলা ৩০ মিনিট বিলম্বে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই যথা সময়ে তথা বেলা ১টায় টস হয়নি। টস হবে বেলা দেড়টায়। আর ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।’
আরও পড়ুনঃ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফি
হয়েছেও ঠিক তাই। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়েছে বিপিএলের তৃতীয় ম্যাচ।
