
ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। প্রথম ইনিংস শেষে রানের সল্প লক্ষ্য দাড়িয়েছে প্রতিপক্ষ আফগানিস্তানের সামনে।
ফজল হক ফারুকী , রশিদ খান আর মোহাম্মদ নবীর বোলিং তোপে শুরু থেকে চাপে পরে লঙ্কানরা। ফারুকীর প্রথম দুই ওভারেই তিন উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এরপর কেবল আসা যাওয়ার মিছিলেই ছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। তবে প্রতিরোধ গড়ে ধকল সামাল দিয়েছেন রাজাপক্ষে ও করুণারত্নে।
এদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলংকার বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আফগান ক্যাপ্টেন মোহাম্মদ নাবি টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এই ম্যাচের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠল এশিয়া কাপের ১৫তম আসরের। ছয় দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান আর বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।
আফগান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নাবি (অধিনায়ক), রশিদ খান, ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফারুকি।
শ্রীলংকা একাদশ
দানুশকা গুনাথিলাকা, নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দিলশান মধুশঙ্কা, মাথিসা পাথিরানা।
