Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম !ছবিঃ সংগ্রহ

সংযুক্ত আরব আমিরাতের টি-টেন লিগের আসন্ন আসরে খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী ২৬ শে সেপ্টেম্বর টি-টেনের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে দল পেলেই মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ ওপেনারকে। সামাজিক যোগাযোগ মাধম্য টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন লিগ কতৃপক্ষ।

তামিম ইকবাল ছাড়াও টি-টেন লিগে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটার। এছাড়া রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মতো ক্রিকেটারও নাম লিখিয়েছেন। টুইটে বলা হয়েছে, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরী? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’

আবুধাবি টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন তামিম ইকবাল। সেই আসরে পাখতুনসের হয়ে খেলতে মাঠে দেখা গেছে তাকে। তিন ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৪০.৫০ গড়ে ৮১ রান করেছিলেন। ১৭৬.০৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছিলেন বাংলাদেশের এ ওপেনার। বর্তমানে বাংলাদেশের কোনো ওয়ানডে এবং টেস্ট ম্যাচ না থাকায় নিজের ফিটনেসের উন্নতির জন্য মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন করছেন তামিম ইকবাল।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট