ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থ। দিল্লি থেকে তার নিজ বাড়ি উত্তর খাণ্ডে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।

ঋষভ পান্থের গাড়ি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ। ছবিঃ সংগৃহীত
উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, পান্থ নিজেই গাড়ি ড্রাইভিং করছিলেন। ড্রাইভিংয়ের সময় তার তন্দ্রা এসে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে আঘাত করে এবং আগুন ধরে যায়।
ইতিমধ্যেই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, ঠিক কী ঘটেছিল সেই সময়…
ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষভ প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে তার গাড়িটি দ্রুত গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে এবং তাতে আগুন লেগে যায়। গুরুতর আহত অবস্থায় গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পন্থ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পিঠের কিছুটা পুড়েও গেছে।
আরও পড়ুনঃ সাকিব-লিটনকে নিয়েই সাজানো হল কলকাতার একাদশ!
বাংলাদেশ সিরিজের পর পরিবারের অন্যদের সঙ্গে ইংরেজি নববর্ষ কাটানোর জন্য দিল্লি থেকে রুরকিতে নিজের বাড়ি যাচ্ছিলেন পান্থ। গাড়িটিতে তিনি একাই ছিলেন। রুর্কির কাছে মোহাম্মেদপুর জট নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
