ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২৩-এর নিলামের প্রথম ডাকে দল পাননি সাকিব আল হাসান। ১ কোটি ৫০ লাখ রুপির থেকে নিলাম শুরুর পর বিশ্ব সেরা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি।

এবারের আইপিএলেও অবিক্রীত সাকিব! ছবিঃ সংগৃহীত
যদিও এখনও দ্বিতীয় ডাক বাকি আছে। তবে সেখানেও যদি সাকিব কোন দল না পান, তাহলে টানা দুই আসরে অবিক্রীত থাকবেন বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে নিলামের আগেই বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ দলের সিরিজ থাকায় দল পেলেও পুরো আইপিএলে খেলা হবে না সাকিব আল হাসান, লিটন দাসদের।
ক্রিকেট বিষয়ক সাংবাদ ক্রিকবাজ জানিয়েছে বিসিসিআই আইপিএলের দলগুলোকে মেইলের মাধ্যমে জানিয়েছে আইপিএল চলাকালীন টাইগার ক্রিকেটাররা আয়ারল্যান্ড সিরিজে ব্যস্ত থাকবেন। আইপিএলে দল পেলে তারা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খেলতে পারবেন।
