
শনিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় এক অভিনব ঘটনা ঘটলো। এক তরুণ দর্শক নিরাপত্তা বলায় ভেদ করে মাঠে প্রবেশ করলেন। তিনি দৌঁড়ে সোজা যান মোস্তাফিজুর রহমানের কাছে, জড়িয়ে ধরেন মোস্তাফিজের পা।
ওই দর্শক মোস্তাফিজের পা ছুঁয়ে সালামও করেছেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন তাকে মাঠ থেকে নিয়ে যান। তবে এ ঘটনায় জৈব সুরক্ষা বলয় ভেঙে গেছে। অবশ্য মোস্তাফিজ এ ঘটনার পর এক বল করেই ছেড়েছেন মাঠ। তার তৃতীয় ম্যাচ খেলা নিয়ে রবিবার সিদ্ধান্ত জানাবে বিসিবি।
