
ক্রিকডট ডেস্ক: দুটি টেস্ট খেলতে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। নতুন দলে নেওয়া হয়েছে পেসার শরিফুর ইসলামকে। তবে নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও সাইফ হাসান বাদ পড়েছেন।
বাংলাদেশ দল অধিনায়ক হিসেবে থাকছেন মুমিনুল হক। এছাড়া রয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও খালেদ আহমেদ।
তবে এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি তামিম ইকবাল। তিনি এ সফরে থাকছেন না। জিম্বাবুয়ে সফর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী বাংলাদেশের এই ব্যাটার।
