
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি আগেই হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই হলেও দ্বিতীয় টি-টোয়েন্টি সহজেই হেরেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল।
হোয়াইটওয়াশ এড়াতে আজকের ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই মাহমুদুল্লাহদের সামনে। তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল। তবে টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ দল কি শেষ টি-টোয়েন্টি জয়ে রাঙাতে পারবে?
আজকের ম্যাচে থাকছেন না বাংলাদেশের অন্যতম বোলিং স্তম্ভ মোস্তাফিজুর রহমান। তিনি গত ম্যাচে ইনজুরিতে পড়ায় রবিবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোস্তাফিজ খেলার জন্য পুরোপুরি ফিট নন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
