সিলেট পর্বের বিপিএলে আজ (২৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খুলনাকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা। ছবিঃ সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় খুলনার ক্যাপ্টেন ইয়াসির আলি রাব্বি। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় কুমিল্লার দুই ওপেনার লিটন দাস এবং মোহাম্মাদ রিজওয়ান।
দুই ব্যাটারের ৬৫ রানের জুটি ভাঙ্গেন তরুণ পেসার নাহিদুল ইসলাম। কিছুটা ধীরগতিতে শুরুর পর ৪১ বলে ৯ চারে আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন লিটন। তবে পরের বলেই বড় শর্ট খেলতে গিয়ে নাহিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
এরপর ক্রিজে আসেন জনসন চার্লিস। এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তবে তিনি বেশিক্ষাণ টিকে থাকতে পারেননি। ওয়াহাব রিয়াজের বলে আউট হওয়ার আগে ২২ বলে ৫ ছক্কায় খেলে ৩৯ রানের ইনিংস।
আরও পড়ুনঃ নিষিদ্ধ হওয়ার পথে সোহান, সতর্ক রউফ
অন্যদিকে ধীরগতিতেই একপ্রান্ত ধরে রেখে স্কোরবোর্ডে রান তুলেছেন রিজওয়ান। ৪২ বলে ৪ চার আর ১ ছক্কায় তুলেন নেন ফিফটি। এরপর ইনিংস শেষে ৪৭ বলে অপরাজিত থাকেন ৫৪ রানে। ওপর প্রান্তে খুশদিন শাহ্ খেলেন ১১ বলে ১৩ রানের অপরাজিত ইনিংস।
ফব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬৫ রান। অর্থাৎ জয়ের জন্য খুলনাকে করতে হবে ১৬৬ রান।
