বিপিএনে আজ (২০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাট করতে পাঠালে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

জয়ের জন্য খুলনার লক্ষ্য ১৫৮ রান
শুরুটা মোটেই ভাল হয়নি চট্টগ্রামের। দলীয় মাত্র ৮ রানেই ম্যাক্স ও’ডাউডের উইকেট হারায় তারা। ৮ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন আফিফ হোসেন। ওপেনার উসমান খানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার।
তবে দলীয় ৭৮ রানে ৩১ বলে ৪৫ রান করে উসমান সাজঘরে ফিরলে ক্রিজে আসেন দরবেশ রাসুলি। রাসুলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন আফিফ। তবে দলীয় ১১১ রানে ৩১ বলে ৩৫ রান আফিফও আউট হন।
আরও পড়ুনঃ নারী আইপিএলে বাংলাদেশের ৮ ক্রিকেটার
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন ফরহাদ রেজা। খুলনার পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৪টি উইকেট।
