বিপিএল চট্টগ্রাম পর্বের শেষদিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি ফরচুন বরিশাল ও ঢাকা ডোমিনেটরস। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক নাসির হসেন।

টস জিতে বোলিংয়ে ঢাকা। ছবিঃ সংগৃহীত
পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফরচুন বরিশাল। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে ঢাকা ডমিনেটর্স।
ঢাকা একাদশ
উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন, আরাফাত সানি, মুক্তার আলি, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইমরান।
বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, সাইফ হাসান, ফজলে রাব্বি, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইফতিখার আহমেদ, চতুরঙ্গ ডি সিলভা, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ ওয়াসিম।
