শুরুতে আজম খান ও মঈন আলি এনে দিলেন ভালো শুরু। এরপর এসএএমপি আর্মির হয়ে লড়লেন মঈন আলি। কিন্তু দলকে তিনি পারলেন না জেতাতে। টানা তিন ম্যাচে জয় পেল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

টানা তিন জয়ে উড়ছে নিউ ইয়র্ক। ছবিঃ সংগৃহীত
রোববার আবুধাবি টি-টেন লিগের ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে এসএএমপি আর্মিকে ১২ রানে হারিয়েছে নিউ ইয়র্ক। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে তারা। জবাব দিতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি এসএএমপি আর্মি।
টস হেরে ব্যাট করতে নেমে রান পান নিউ ইয়র্কের উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং। ৫ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩৪ রান করে প্রিটেরিয়োসের বলে ক্যাচ আউট হন তিনি। এছাড়া ২১ বলে ৪৭ রান আসে আজম খানের ব্যাটে।
তার ৩ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় এনরিক নরকিয়া বলে এলবিডব্লিউ হলে। এসএএমপি আর্মির পক্ষে তিন উইকেট পান প্রিটেরিয়োস ও করিম জানাত। দুই উইকেট পেয়েছেন নরকিয়া।
জবাব দিতে নেমে ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন মঈন আলি। কিন্তু তার ইনিংস যথেষ্ট ছিল না জয়ের জন্য। স্ট্রাইকার্সের পক্ষে ২ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন রবি রামপাল।
