বিপিএল চট্টগ্রাম পর্বে আজ তৃতীয় দিনের লড়াইয়ে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে খেলতে নামা মাশরাফির দলকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে নাসির হোসেনের ঢাকা।

টানা পাঁচ জয়ের জন্য সিলেটের লক্ষ্য ১২৯ রান। ছবিঃ সংগৃহীত
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। তবে ব্যাটিংয়ে নেমেই হোঁচট খায় দলটি। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফিরেন ওপেনার সৌম্য সরকার।
এরপর উসমান ঘানি ও দিলশান মুনাওয়েরা মিলে গড়েন ৩১ রানের জুটি। এরপরই খেই হারাতে থাকে ঢাকার দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
আরও পড়ুনঃ প্রকাশ্যে সমালোচনা করায় শাস্তি পেলেন দেশসেরা কোচ সালাউদ্দিন
সবশেষ নাসির হোসেন ও আরিফুল হক মিলে প্রতিরোধের চেষ্টা করেন। এই দুইজনের ব্যাটেই ভর করে শেষ পর্যন্ত ১২৮ রানের পুঁজি পায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নাসির। উসমানের ব্যাট থেকে আসে ২৭ রান।
সিলেটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম। একটি করে নিয়েছেন রুবেল হোসেন, মোহাম্মদ আমির ও নাজমুল হোসেন।
