বক্সিং ডে টেস্টে প্রথম দিনেই বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে গেছে তারা। এ নিয়ে সবশেষ সাত ইনিংসেই ২০০-র নিচে গুটিয়ে গেল প্রোটিয়ারা।

টানা ৭ ইনিংসে ২০০-র নিচে অলআউট দক্ষিণ আফ্রিকা। ছবিঃ সংগৃহীত
আফ্রিকান ব্যাটারদের একাই কাঁদিয়েছেন ক্যামেরুন গ্রিন। মাত্র ১০.৪ ওভার বল করেই ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই অজি।
১১তম ওভারের চতুর্থ বলে শারেল আরউয়িকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন স্কট বোল্যান্ড। প্রোটিয়াদের সংগ্রহ তখন ২৯ রান। এরপর ৬৭ রানে যেতেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়ারা বিপর্যয়ের ধাক্কা কাটায় কাইল ভেরাইন্নে ও মার্কো ইয়ানসেনের ১১২ রানের জুটিতে। দুজনই পান অর্ধশতকের দেখা। ইয়ানসেন করেন ইনিংস সর্বোচ্চ ৫৯ রান। ভেরাইন্নে করেন ৫২। কিন্তু এরপর তিন রানের ব্যবধানে দুজনকেই ফেরান গ্রিন।
আরও পড়ুনঃ ওয়ার্নের নামে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার
শেষে রাবাদা ও এনগিডিকে ফিরিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। ১৭৯ রানে ষষ্ঠ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা মাত্র ১০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৮৯ রানে অলআউট হয়ে যায়।
দিনের বাকি সময়টার জন্য ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দিন শেষে ১২ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ১ উইকেটে ৪৫ রান সংগ্রহ করেছে তারা। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ১৪৪ রানে পিছয়ে অজিরা।
