Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

টি-টেন ঝুঁকি নিতে শেখায় : মরগান

ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক মিডল অর্ডার ব্যাটারদের একজন ইয়ন মরগান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবার খেলছেন টি-টেন লিগে। ডেকান গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ২৩ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলেন মরগান।

টি-টেন ঝুঁকি নিতে শেখায় : মরগান

টি-টেন ঝুঁকি নিতে শেখায় : মরগান

এরপরও অবশ্য দলকে জেতাতে পারেননি তিনি। যদিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। এরপর টি-টেন ক্রিকেট নিয়ে কথা বলেছেন মরগান। তার মতে টি-টেন ঝুঁকি নিতে শেখায় ক্রিকেটারদের।

তিনি বলেছেন, ‘আমি টি-টেন ফরম্যাটের বড় ভক্ত, এটার অংশ হতে পারা মজার। আমরা বুঝতে পারছি টুর্নামেন্টটি কয়েক বছর ধরে আরও শক্তিশালী হচ্ছে। টি-টেন খেলে যেটা হয়, এটা সবকিছুকে উন্মুক্ত করে দেয়। টি-টোয়েন্টি ক্রিকেটের কিছু বিষয়ও।’

‘আপনি যখন পাওয়ার প্লে অথবা ডেথ বোলিং দেখবেন; দুটি শক্তিশালী জায়গা। আমার মনে হয় টি-টোয়েন্টিতে এগুলো নিয়মিত দেখবেন। টি-টেনে আপনার হাতে সময় নেই কী করছেন এটা নিয়ে ভাবার। আপনি সবসময় আরও ঝুঁকি নেওয়ার চেষ্টা করছেন, যেটা সময়ের সঙ্গে কঠিন হয়।’

টি-টেনকে ব্যাখ্যা করে মরগান বলেছেন, ‘যদি আপনি ঝুঁকি নেন আর ভুল করেন। তাহলে কঠিন ব্যাপার হচ্ছে ছেলেদের ঝুঁকি নেওয়ার জন্য সাহস যোগানো। তাদের সমর্থন দিতে হবে এসবে। টি-টেন এটাই করে।’

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট