ঢাকার পর চট্টগ্রামেও খুলনা টাইগার্সের বাজে পার্ফরম্যান্স অভ্যাহত রয়েছে। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার একজন ব্যাটারও মাথা তুলে দাঁড়াতে পারেন নি। উল্টো শত রানে যাওয়ার আগেই অলআউট হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।

টেনেটুনে খুলনার সংগ্রহ ১৩০ রান। ছবিঃ সংগৃহীত
তবে শেষ পর্যন্ত টেনেটুনে কোনমতে ১৩০ রানের সংগ্রহ গড়েছে কোচ খালেদ মাহমুদ সুজনের দল। অর্থাৎ জয়ের ধারায় ফিরতে রংপুরকে করতে হবে ১৩১ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই তামিম ইকবালের উইকেট হারায় খুলনা টাইগার্স। ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তামিম।
এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন শারজিল খান (১২) আর হাবিবুর রহমান সোহান (৪)। এরপর আজম খান ও অধিনায়ক ইয়াসির রাব্বি মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। দু’জন মিলে ৪৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু অধিনায়ক ইয়াসির ২২ বলে ২৫ করে আউট হওয়ার পর ২ বলে ১ রান করে আউট হন সাব্বির রহমানও। ফলে আবারও ফের চাপে পড়ে দলটি।
এরপর দলীয় ৮০ রানে ২৩ বলে ৩৪ রান করে আউট হন আগের আজম খান। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ১৩০ রানে গুটিয়ে যায় খুলনা। রংপুরের পক্ষে রবিউল হক নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
