বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফের দেখা গেলো বোলারদের দাপট। আসরের তৃতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১১৩ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স।

ঢাকার বোলিং তোপে খুলনার সংগ্রহ মাত্র ১১৩। ছবিঃ সংগৃহীত
শনিবার মিরপুর হোম অব ক্রিকেটে টস জিতে ইয়াসির আলির খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় নাসির হোসেনের ঢাকা। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে খুলনা টাইগার্স।
ঢাকার বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি তামিম-মুনিম-রাব্বিদের কেউই। তামিম ইকবাল করেছেন মাত্র ৮ রান। আরেক ওপেনের শারজিল খান ৭ রান করেই বোল্ড হয়েছেন নাসিরের বলে।
আরও পড়ুনঃ উসমানকে ডাবল সেঞ্চুরি করতে দিল না অস্ট্রেলিয়!
মানিম শাহরিয়া ৪, আজমা খান ১৮, সাইফুদ্দিন ১৯ এবং সাব্বির করেন ১১ রান। খুলনার হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক ইয়াসির রাব্বির ব্যাট থেকে।
ঢাকার হয়ে ৪ উইকেট নেন পেসার আল আমিন হোসেন। ২টি করে উইকেট শিকার আরাফাত সানি আর নাসির হোসেনের। তাসকিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৪ রান।
