বিপিএলে আজে (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কুমিল্লা।

ঢাকার সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কুমিল্লা। ছবিঃ সংগৃহীত
যদিও শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ৪ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক ইমরুল কায়েস এবং লিটন দাস মিলে ধাক্কা সামলোনোর চেষ্টা করেন। তবে দলীয় ৩৫ রানে আবারও লিটন দাসের উইকেট হারায় কুমিল্লা।
এরপর ক্রিজে আসা জনসন চার্লসকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন কায়েস। তবে দলীয় ৬৪ রানে ২২ বলে ২৮ রান করে আউট হন কায়েস।
আরও পড়ুনঃ জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন আশরাফুল
কায়সের বিদায়ের পর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জনসন চার্লস। তবে দলীয় ৯৩ রানে রান আউটে কাটা পড়েন জনসন চার্লস।
জনসনের বিদায়ের পর ক্রিজের এসে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন খুশদিল শাহ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার পক্ষে নাসির হোসেন নেন সর্বোচ্চ ২টি উইকেট।
