
ছবি : সংগৃহিত
চট্টগ্রামে প্রথম দিনেই দুর্দান্ত একটি ম্যাচ হয়ে গেলো। সিলেট সানরাইজার্সের সাথে টসে জিতে ফিল্ডিংয়ের সিধান্ত নেয় মিনিস্টার ঢাকা। সিলেটের হয়ে এনামুল-মিথুন-মোসাদ্দেকরা কেও ব্যাক্তিগত ২০ রান ছুতে না পারলেও ওপর প্রান্তে আগলে ছিলো লিন্ডল সিমন্স। যেখানে এবারের বিপিএলের প্রথম শতক তুলে নেন সিমন্স । সিমন্সের ৬৫ বলে দুর্দান্ত ১১৬ রানে ভর করে সিলেটের দলীয় সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান।
ঢাকার হয়ে মাশরাফি-রাসেল-এবাদত-কায়েস একটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে দেশসেরা ওপেনার তামিম ইকবালের আরো একটি অসাধারণ সেঞ্চুরির মাদ্ধমে খুব সহজেই ৯ উইকেটের জয় তুলে নেয় মিনিস্টার ঢাকা। তামিম ৬৪ বলে ১১১ রান করেন । যেখানে তার ব্যাট থেকে ৪টি ছয় এবং ১৭টি বাউন্ডারি আসে। তামিমের ঝড়ো ইনিংসে ওপর প্রান্ত সমান ভাবে আগলে রাখেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।
শেহজাদ এখানে ৩৯ বল খেলে ৫৩ রান করেন। শেষদিকে এসে শেহজাদ আউট হলেও তামিম দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ফলে ৩ ওভার বাকী থাকতেই সিলেটকে হারিয়ে এবারের বিপিএল এর দ্বিতীয় জয় তুলে নেয় মাহমুদউল্লাহ-মাশরাফি-তামিমদের মিনিস্টার ঢাকা।
