বিকালেই মাঠে ব্যাট হাতে মাঠে খেলেছে বিধ্বংসী এক ইনিংস। ম্যাচ শেষে তার দল ফরচুন বরিশালও তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। এরপরই দলকে চট্টগ্রাম রেখে সোজা ঢাকায় উড়াল দেন সাকিব আল হাসান।

দলকে চট্টগ্রাম রেখে ঢাকায় সাকিব! ছবিঃ সংগৃহীত
কিন্তু কী এমন হয়েছে যে, হঠাত করেই দল রেখে ঢাকায় ফিরেছেন সাকিব? বরিশালের টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, সাকিবের পরিবার চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তাদের বিদায় দিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর ঢাকায় ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আরও পড়ুনঃ ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো’
আগামী তিনদিন ফরচুন বরিশালের খেলা নেই বিপিএল। এই সময়ে দলের অনুমতি নিয়েই ঢাকায় এসেছেন সাকিব। পরিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আবারও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
