বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে সাকিবের বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

দুই হারের পর এবার রিজওয়াকে নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা। ছবিঃ সংগৃহীত
এবারের আসরে এখন অবধি দুই ম্যাচের দুটিতেই হেরে বেশ পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। তাই নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়া মাত্রই বাংলাদেশে উড়াল দিয়েছেন পাকিস্তানি ড্যাশিং ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এমনকি ফ্লাইটের ঝামেলায় না গিয়ে মাঠে এসেছেন সরাসরি হেলিকপ্টারে চড়ে।
সব মিলিয়ে রিজওয়ানের উপস্থিতি স্বাভাবিক ভাবেই দলটির ব্যাটিং বিভাগ আজ আরও বেশি শক্তিশালী করে তুলবে। অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও বাকি দুই ম্যাচে জয় তুলে বেশ ছন্দে আছে অধিনায়ক সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। মেহেদী মিরাজ, এনামুল বিজয়, ইফতেখার আহমেদরাও আছে ভালো ফর্মে।
আরও পড়ুনঃ ‘ধোনির মতো করেই রোহিতেরও উচিত হার্দিকের হাতে দায়িত্ব তুলে দেওয়া’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, ইমরুল কায়েস, জাকের আলি, চ্যাডউইক ওয়ালটন, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ, হাসান আলি, তানভীর ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইফতিখার আহমেদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা, কামরুল ইসলাম রাব্বি, কাজী অনিক, সানজামুল ইসলাম।
