ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ঋষভ পান্তের বেঁচে ফেরা আসলে অনেকটা অলৌকিকই বলা যায়। তাই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের বর্তমান অবস্থা কেমন, তা জানতে প্রতি মুহূর্তেই উদ্বিগ্ন ছিলেন ভক্ত-সমর্থকরা।

দুর্ঘটনার ১৭ দিন পর কথা বললেন পান্ত। ছবিঃ সংগৃহীত
অবশেষে দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবারের মতো মুখ খুললেন ঋষভ। সোমবার সন্ধ্যায় পান্ত তার অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেছেন। প্রথম টুইটে পান্ত লেখেন, ‘সবরকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
আরও পড়ুনঃ প্রকাশ্যে সমালোচনা করায় শাস্তি পেলেন দেশসেরা কোচ সালাউদ্দিন
এর ঠিক ১৪ মিনিট পর পান্তের অ্যাকাউন্ট থেকে প্রকাশ হয় আরও একটি টুইট। সেই টুইটে দিল্লী ক্যাপিটালস তারকা লেখেন, ‘অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সকল সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’
এদিকে, হাঁটুতে একাধিক অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালে পান্তের পেশাদারি ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে মিস করবেন আইপিএল এবং ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ।
