পুরুষ আইপিএলের ১৬তম বছরে এসে প্রথম বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী আইপিএল। ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় স্বাভাবিক ভাবেই যাত্রার আগেই দারুণ আলোচনায় রয়েছে উইম্যান আইপিএল।

নারী আইপিএলে বাংলাদেশের ৮ ক্রিকেটার। ছবিঃ সংগৃহীত
পুরুষদের আইপিএলের মতোই এখানেও খেলবে বিশ্বে সবা নামিদাবি নারী ক্রিকেটাররা। পিছিয়ে নেই বাংলাদেশের বাঘিনীরাও। নিলামের জন্য ইতিমধ্যেই নাম নিবন্ধন করেছে ৮ বাংলাদেশি ক্রিকেটার।
সেই ক্রিকেটাররা হলে জাহানারা আলম, সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি এবং আন্ডার নাইন্টিন বিশ্বকাপে আলো ছড়ানো স্বর্না আক্তার।
৬ দলের নারী আইপিলের প্রথম আসর মাঠে গড়াবে মার্চে। তবে দল ৬টির মালিকানা কারা পাচ্ছে তা জানা যাবে ২৫ জানুয়ারি নিলামের পর। ক্রিকেটারদের নিলামের তারিখ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।
আরও পড়ুনঃ বিপিএলে সাকিবের ২ হাজার
ইতোমধ্যে ৯২১ কোটি রুপিতে পাঁচ বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। প্রতি মৌসুমে ২২ ম্যাচ ধরে পাঁচ বছরের জন্য বিক্রি এই স্বত্ব থেকে বিসিসিআইয়ের ম্যাচ প্রতি আয় হবে ৭ কোটি রুপির বেশি।
