
বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এখন অনেকটাই থমথমে। ক্রিকেট বোর্ড যতই চায় না কেন দল কে কোন ভাবেই সাজাতে পারছে না। দলের সিনিয়ররা এতো দিন সাপোর্ট দিয়ে গেলেও এখন তারা বিভিন্ন পথ এ চলে যাচ্ছেন। কেও টেস্ট, কেও টি২০ খেলবেননা।
স্ট্রাইক রেট এর কারনে সমালোচনায় পরেছিলেন তামিম। তারপর থেকে তিনি টি২০ কে আড়ালে রাখছেন। যার কারনে টি২০ বিশ্বকাপে তামিম নিজেকে যোগ করেননি। মাশরাফি এক টক শো তে এসে বলেছেন তিনিই নাকি তামিম কে বলেছেন টেস্ট ও ODI তে চোখ রাখতে।

সব কারনেই তামিম টি২০ খেলবেন না৷ সামনে পাকিস্তান সিরিজ। সেই সিরিজ টি২০ খেলবেননা তামিম কিন্তু টেস্ট খেলবেন।
_Tarak
