ক’দিন ধরেই পরিবর্তনের হাওয়া বাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। চেয়ারম্যান রমিজ রাজাকে সরিয়ে সেই চেয়ারে বসানো হয়েছে নাজাম শেঠি।

‘পিসিবির নির্বাচক হওয়ার জন্য সেরা পছন্দ হাফিজ’। ছবিঃ সংগৃহীত
প্রধান নির্বাচকের চেয়ারেও এসেছে পরিবর্তন। সেখানে বসেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদ এই নিয়ে প্রকাশ করেছেন ভিন্ন মত। তার মতে, পিসিবির নির্বাচক হওয়ার জন্য সবচেয়ে ভালো চয়েস সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
আকিব জাভেদ বলেন, পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদের জন্য মোহাম্মদ হাফিজ একজন সেরা বিকল্প হবেন।
জাভেদ আরও বলেন, শহিদ আফ্রিদি অল্প সময়ের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পজিশনের জন্য সেরা পছন্দ এবং সিস্টেমকে ভালো জানেন এমন একজন হলেন মোহাম্মদ হাফিজ।
আরও পড়ুনঃ রাসেল ডোমিঙ্গোর বিদায়
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের প্রধান কোচ আকিব জাভেদ আরও বলেন, শোয়েব আখতার নির্বাচক কমিটির চেয়ারম্যানের জন্য আদর্শ বাছাই নয়। কারণ তিনি তৃণমূল স্তর সম্পর্কে কিছুই জানেন না।
এছাড়াও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং এহসান মানির দায়িত্ব পালন নিয়ে কঠোর সমালোচনাও করেছেন আকিব জাভেদ।
