
এবারের টি২০ বিশ্বকাপ নিয়ে কত জল্পনাকল্পনা ২০২০ সাল থেকে৷ হবে কি হবে না তা নিয়ে ও ছিলো অনেক প্রশ্ন। ২০২১ সালে এসে ভারত আয়জন করতে চাইলে ও আইপিএল নিয়ে নানা কথা। আইপিএল শেষ না হতে না হতেই শুরু বিশ্ব কাপ। যেই IPL নিয়ে এতো গর্ব এতো আকাঙ্খা সেই IPL কেই দোষ দিচ্ছেন অনেক। কারন ভারত পরপর ২ ম্যাচ এই করুন পরাজয়। বাংলাদেশ প্রথম ৩ ম্যাচ হারার পর অনেক সমালোচনা হয়েছে৷ ঠিক তেমন সেই পথে হেটে চলছে প্রতিবেশী ভারত।
পাকিস্তান এর সাথে ১০ উইকেট এ হার এরপর ৭ দিনের বিরতির পর নিউজিল্যান্ডের সাথে ৮ উইকেট এ হার। এ যেনো বাংলাদেশ ক্রিকেট এর প্রতিচ্ছবি।
ভক্ত সমর্থকরা হতাশ। টি২০ বিশ্বকাপ এর সেমিফাইনালের পথ এখন কঠিন ভারতের সামনে। সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে ভারত কে।
