
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে, ব্যাবসায় দেখা যায়। তার এই অংশগ্রহণ কিছু দিন আগে ক্রিকেট একাডেমি নির্নয়।যা বাংলাদেশের ঢাকার অদূরে পূর্বাচল উপশহরে অবস্থিত।

বিভিন্ন আধুনিক সুবিধা সম্পন্ন ক্রিকেট একাডেমি তৈরী করেছে সাকিব। তার ই ক্রমান্বয়ে এবার নতুন ভাবে ক্রিকেট পরিসরের কাজে দুবাইয়ে একাডেমি তৈরী করবেন সাকিব৷

এর আগেও বিভিন্ন ব্যাবসায় সাকিব জরিয়েছেন। এবার দুবাইয়ে একাডেমি তৈরী করে বাংলাদেশের বাহিরে ক্রিকেট প্রসার এ কাজ হবে মনে করছেন অনেকেই ।
এরকম নিজ দেশ রেখে বিদেশে একাডেমি এই প্রথম নয়। সুনিল গাভাস্কার ও আমেরিকায় তার নামে ক্রিকেট একাডেমি তৈরি করেন। এছাড়াও অনেক খেলোয়াড় এই প্রন্থা অবলম্বন করেছেন। যা এখন সাকিব করবেন।
