ডেভিড উইলির বদলি হিসেবে সিডনি থান্ডারের একাদশে সুযোগ পান আফগান পেসার ফজল হক ফারুকি। ৪ ম্যাচের চারটিতেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে সকলের আস্থাও কেড়ে নেন।

বাজে আচরণের কারণে বিগ ব্যাশ থেকে বহিষ্কার আফগান পেসার। ছবিঃ সংগৃহীত
তবে ফারুকির পারফরম্যান্সে খুশি হলেও তার আচরণে সন্তুষ্ট হতে পারলো না সিডনি থান্ডার। শৃঙ্খলাভঙ্গের কারণে আসরের মাঝপথেই ফারুকির সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, বৃহস্পতিবার ফারুকি এক ঘটনা ঘটিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে ক্লাব। তদন্তের জন্য সেই অভিযোগ পাঠানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ায়। তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন ফারুকি, তাই তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস সিইও লি জার্মন বলেছেন, ‘ফারুকি যে আচরণ করেছেন, তা আমাদের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। তাই তার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের এখন এই ঘটনার প্রভাব পড়াদের পাশে থাকতে হবে।’
তবে ফারুকি মূলত কী করেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া সেটি জানাতে রাজি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে, তাতে পুলিশি তদন্তের প্রয়োজন হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
