
T20 World Cup শুরু হয়েছে ২০০৭ সালে। ২০০৭ সাল থেকে ২ বছর পরপর অনুষ্ঠিত হয় এই আসর। নানা কারনে বিভিন্ন সময় আসর টি অনুষ্ঠিত হতে বিলম্ব হয়েছে।
২০০৭ সালে সর্ব প্রথম সেঞ্চুরি করেন ক্রিজ গেইল। তারপর থেকেই আসর গুলোতে সেঞ্চুরি করে আসছে বিভিন্ন দেশের সেরা ব্যাটসম্যান রা। ২০২০ সালের আসর এ এই প্রথম সেঞ্চুরি আসে ইংল্যান্ডের ব্যাটসম্যান বাটলার এর ব্যাট থেকে।

কাল শ্রীলংকার বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি তুলে নিয়ে এই আসরের প্রথম ও এই টুর্নামেন্টের সব মিলিয়ে ৮ম সেঞ্চুরি করেন।
_ Tarak
