
পাকিস্তান আসার কথা ছিলো ১৬ তারিখ। ভাগ্য তাদের বাংলাদেশে নিয়ে আসলে ১৩ তারিখ। বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করেও দল ফাইনালে যেতে পারেনি।
এমনকি সেমিফাইনালে ভালো খেলার পর ও কিছু ভুল পাকিস্তানকে ফাইনালের টিকেট থেকে বঞ্চিত করেছে। সেই কষ্ট ও হতাস নিয়ে বাংলাদেশে এসেছে বিশাল বহর নিয়ে পাকিস্তান ক্রিকেট দল।
- ৩ টি২০ ও ২ টেস্ট খেলতে সব প্লেয়ার আসলে ও বাবর ও সোহেব মালিক আসেননি ব্যাক্তিগত কাজে। তারা বাংলাদেশে আসবেন ১৬ তারিখ। যেখানে বাংলাদেশ ক্রিকেট প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে বোর্ড প্লেয়াররা দিশেহারা তার বিপরিত পাকিস্তান , ভালো খেলেছে কিন্তু আশানুরুপ ফলাফল আসে নি।
এই আত্যবিশ্বাস নিয়ে ১৭ তারিখ প্রথম টি২০ এর জন্য মাঠে নামবে বাংলাদেশ। সব গুলো টি২০ ম্যাচ মিরপুরে হবে ও ১ম টেস্ট চট্রগ্রাম এ তারপর আবার ঢাকায়।
