ঢাকার প্রথম পর্ব শেষ করে বিপিএল এখন চট্টগ্রামে। ১৩ জানুয়ারী থেকে শুরু হবে সেখানকার পর্ব। তবে তার আগে আজ (১২ জানুয়ারি) বিসিবি কর্তাদের আকস্মিক এক মিটিং বসে। যেখানে সিদ্ধান্ত নেয়া হয়, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান।

বিপিএলে দর্শক দেখে খুশি বিসিবি, ফাইনালের আগে থাকবে জমকালো আয়োজন। ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। সেখানে তারা জানান, এবারের বিপিএলের দর্শক সমাগম দেখে তারা বেশ খুশি, তাই ফাইনালের আগে থাকবে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান।
শেখ সোহেল বলেন, ‘গত দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে’তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’
আরও পড়ুনঃ সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়াকে রশিদের ‘হুমকি’
এই সময় সাংবাদিকদের পক্ষ থেকে নিজামউদ্দিনকে প্রশ্ন করা হয় বিপিএল আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট কি-না। যার জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের আয়োজন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। বোর্ড সভাপতিও আপনাদের আগে বলেছেন, আমরা যে প্ল্যান নিয়ে এগুচ্ছি, সেটাতেই সন্তুষ্ট।’
সুষ্ঠভাবে বিপিএল আয়োজন নিয়ে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমরা আজ সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ-আলোচনা করেছি।’
