গতকাল (১৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৬টি ছক্কার ইনিংসি ছিল সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

বিপিএলে সাকিবের ২ হাজার। ছবিঃ সংগৃহীত
একই দিনে আরও একটি মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। পঞ্চম ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ফরচুন বরিশাল অধিনায়ক। ৯২ ম্যাচের ৯০ ইনিংসে ১১টি হাফ-সেঞ্চুরিতে এখন সাকিবের রান ২০১২।
সাকিবের আগে বিপিএলে ২ হাজার রান করা বাকি চার ব্যাটার হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।
আরও পড়ুনঃ ‘বিপিএলে দেশি ক্রিকেটারদের মান কমেছে’
বিপিএলে ২ হাজার রান করা ব্যাটাররা :
ব্যাটার ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ৮৩ ৮২ ২৭৩৭
মুশফিকুর রহিম ১০২ ৯৬ ২৬৩১
মাহমুদুল্লাহ রিয়াদ ৯৬ ৯০ ২১১৯
ইমরুল কায়েস ৯৮ ৯৭ ২১০১
সাকিব আল হাসান ৯২ ৯০ ২০১২
