Connect with us

অস্ট্রেলিয়া

বৃষ্টির জন্য সিডনি টেস্টে রক্ষা পেল দক্ষিণ আফ্রিকা

শেষ পর্যন্ত বৃষ্টিই জিতে নিলো সিডনি টেস্ট। তবে এতে অবশ্য লাভ দক্ষিণ আফ্রিকারই হয়েছে। প্রবল চাপে পড়লেও হোয়াটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে প্রোটিয়ারা।

বৃষ্টির জন্য সিডনি টেস্টে রক্ষা পেল দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির জন্য সিডনি টেস্টে রক্ষা পেল দক্ষিণ আফ্রিকা। ছবিঃ সংগৃহীত

বৃষ্টিতে দেড়দিনের বেশি ভেসে যাওয়ার পরও রোববার সিডনি টেস্টের শেষ দিনে জেতার রাস্তা খুঁজতে মরিয়া হয়ে ছুটছিল অস্ট্রেলিয়া।

তবে ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখিয়ে ম্যাচ বাঁচিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৪৭৫ রানের জবাবে ২৫৫ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তারা দেখায় নিবেদন।

৪১.৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান করার পর ফুরিয়ে যায় সময়, ড্র মেনে নিতে হয় অজিদের। এর ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ দাপট দেখিয়ে ২-০ তে জিতে শেষ করল স্বাগতিকরা।

ম্যাচ-সেরা হয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

আর সিরিজ-সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ৫৩.২৫ গড়ে ২১৩ রান করেছেন। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়েছেন ওয়ার্নার।

Advertisement

More in অস্ট্রেলিয়া