Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ঋষভ পান্ত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। দিল্লি থেকে তার নিজ বাড়ি উত্তর খাণ্ডে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।

ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ঋষভ পান্ত

ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ঋষভ পান্ত। ছবিঃ সংগৃহীত

পান্ত মাথায় চোট পেয়েছেন এবং তার পিঠেও আঘাত লেগেছে বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তার পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ছবিতে। দুর্ঘটনার পরেই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। গাড়িটি আগুনে পুড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ লম্বা সময়ের জন্য নির্ভরযোগ্য কোচ খুঁজছে বিসিবি

পুলিশ জানিয়েছেন, গাড়িতে ঋষভ একাই ছিলেন।  গাড়ি চালানোর সময় তন্দ্রা আসায় সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে ওই গাড়িতে আগুন ধরে যায়। পরে জানালা ভেঙে বের হয়ে আসেন তিনি।

তবে জানা যায়, আহত হলেও বর্তমানে পান্তের অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট