কয়েকদিন আগেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। বর্তমানে বিপিএলে ব্যস্ত থাকার কারণে কথা ছিল দেশে ফিরে নিজের দায়িত্ব বুঝে নিবেন এই ক্রিকেটার। কিন্ত না, দায়িত্ব বুঝে নিতে মাঝপথে বিপিএল ছাড়লেন পাকিস্তানি পেসার।

মন্ত্রীত্ব বুঝে নিতে বিপিএল ছাড়লেন রিয়াজ। ছবিঃ সংগৃহীত
পাকিস্তানে ফেরার আগে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে রিয়াজ লেখেন, ‘বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথিয়তার জন্যে তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ।’
‘পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।’
আরও পড়ুনঃ জীবন কোন গোলাপের বিছানা নয়: রাব্বি
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
এছাড়াও চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার। টুর্নামেন্ট ছাড়ার আগ পর্যন্ত ১৩ উইকেট নিয়েছেন এই পেসার।
