মাঠে ক্রিকেটারদের নামাজ আদায়ের চিত্র একদমই নতুন কিছু না। বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দিন ক্রিকেটারদের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থায় জুমার নামাজ আদায়ের ঘটনা আগেও ঘটেছে। এবার বিপিএলের নবম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে আরও একবার সেই চিত্র দেখা গেল।

মাঠেই জুমারে নামাজ আদায় করলে সাকিব-তামিমরা। ছবিঃ সংগৃহীত
আগামীকালকের ম্যাচকে সামরে রেখে বিসিবির একাডেমি মাঠে অনুশীলনে এসেছেন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ক্রিকেটাররা। অনুশীলন করতে করতে জুমার নামাজের সময় হয়ে গেলে সেখানেই জামায়াতের ব্যবস্থা করা হয়।
সাকিব, তামিম, ইয়াসির আলী রাব্বি সহ প্রায় ৩৫-৪০ জন ক্রিকেটার একাডেমি মাঠের পূর্ব দিক ঘেষে জুমার নামাজ আদায় করেছেন। সেখানে কোন বিছানা ছিল না। ক্রিকেটারদের নিজেদের তোয়ালেকে বিছানা ও জায়নামাজের মত ব্যবহার করে জুমার নামাজ আদায় করেছেন।
আরও পড়ুনঃ টস জিতে ফিল্ডিংয়ে সিলেট
সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, জুম্মার নামাজের খুতবা পড়েছেন উদিয়মান ক্রিকেটার হাফেজ আবদুল্লাহ আল মামুন এবং ইমামতিও তিনিই করেছেন। মামুন ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন।
