আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মাশরাফি হলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। ছবিঃ সংগৃহীত
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সেই সভায় নতুন কমিটির ফাঁকা পদগুলোতে কাদেরকে জায়গা দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়।
কাদের বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।
প্রায় তিন ঘণ্টার সেই আলোচনা শেষে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ককে এই পদ দেওয়া হয়।
আরও পড়ুনঃ টেস্ট শেষে পিকনিকে ব্যস্ত সাকিব-শিশির
এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
