তিন পর্ব পেরিয়ে এখন চতুর্থ পর্বে আছ বিপিএল। এই মাঝপথেও বিভিন্ন দলে যোগ দিচ্ছেন বিভিন্ন বিদেশি খেলোয়াড়। এবার রংপুরের ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আসছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

রংপুরের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন মুজিব। ছবিঃ সংগৃহীত
মুজিবকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ (২৯ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষটি নিশ্চিত করে রংপুর।
এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কুমিল্লা ওয়ারিয়র্স ও ফরচুন বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফাগনের। দারুণ পারফরম্যান্সের কারণে বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ মুজিব।
আরও পড়ুনঃ বাবরের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে মুখ খুললেন ওয়াসিম
অন্যদিকে ভালো খারাপ মিলেয়ে এভারেজ পারফর্ম্যান্সে কাটছে রংপুরের এবারের বিপিএল আসর। ২০১৭ সালের চ্যাম্পিয়নরা চলমান আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে জয় পেয়েছে ৪টিতে। বাকি ৩টি ম্যাচে হেরেছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল।
