বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি ট্রলের শিকার হওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম ব্যাটার লিটন দাস। এইতো বছর দেড়েক আগেও লিটন যতো রান করবে তার ওপর ততো শতাংশ পণ্যে মূল্য ছাড় দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেখা যেত। সেই সময় বদলে লিটন এখন শুধু দেশের নয় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

লিটনের মতো শান্তও ‘লম্বা রেসের ঘোড়া’, বললেন মাশরাফি। ছবিঃ সংগৃহীত
ঠিক লিটনের মত করেই গেল বছরে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। অথচ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করেছেন এই ব্যাটার। চলমান বিপিএলেও আছে দারুণ ছন্দে।
সিলেট স্ট্রাইকার্সে হয়ে দারুণ ব্যাটিংয়ে আসরের সেরা রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন শান্ত। শান্তকে ‘লম্বা রেসের ঘোড়া’ বললেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিপিএলে সিলেট পর্বে মাঠে নামার আগে আজ (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে শান্ত’র প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘শান্তর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস (লিটনের মতো ট্রল) হয়েছে। আপনি বিশ্বকাপে দেখেন, শান্ত কিন্তু আমাদের সবার বিপক্ষে গিয়ে প্রায় দুইশ রান করে এসেছে।’
আরও পড়ুনঃ আমি টাকার জন্য ক্রিকেট খেলি না, ভালোবাসি তাই খেলি: মাশরাফি
লিটনও এক সময় ট্রলের শিকার হতো মনে করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘আজকে লিটনকে সবাই বাহবা দিচ্ছে। কিন্তু লিটনের যদি শুরুটা দেখেন এর থেকে জঘন্য অবস্থায় ছিল (সামাজিক যোগাযোগমাধ্যমে)।’
তিনি আরও বলেন, ‘আজকে লিটন আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলে থিতু হয়েছে। যখন আমি অধিনায়ক ছিলাম, মনে প্রাণে বিশ্বাস করতাম যে লিটনের বেসিক আছে। আজকে সবাই বলে লিটন যতক্ষণ ব্যাটিং করে টিভির সামনে থেকে উঠতে মন চায় না।’
শান্তর ক্যাপ্টেন বলেন, ‘মানসিকভাবে শক্তিশালী থাকা গুরুত্বপূর্ণ। যেটা শান্তর ক্ষেত্রে আমি দেখেছি। লিটনের মতো বাইরের জিনিসগুলো এত কানে নেয় না।এজন্য আমার বিশ্বাস হয়, এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া। এটা আমার কাছে মনে হয় সবকিছুতে আল্লাহর রহমত প্রয়োজন হয়। কারণ আমি বিশ্বাস করি এই ছেলেটা বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’
