Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের লড়াকু সংগ্রহ

শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের লড়াকু সংগ্রহ

ইনিংসের দ্বিতীয় ওভারেই পড়েছে সিলেট স্ট্রাইকার্সের ৩ উইকেট। তারপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। তবে রান আসছিল খুবই ধীর গতিতে। ৪৮ বলের ছুঁয়েছেন আসরে নিজের দ্বিতীয় ফিফটি। এরপরই বিধ্বংসী হয়ে ওঠেন শান্ত। ১১ চার এক ছক্কায় ৬৬ বলে খেলেন অপরাজিত ৮৯ রানের ইনিংস।

শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের লড়াকু সংগ্রহ

শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের লড়াকু সংগ্রহ। ছবিঃ সংগৃহীত

শান্তর এমন ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই ফরচুন বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এর আগে মিরপুরে স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।

এবারের বিপিএলের প্রথম পাঁচ ম্যাচেই টানা পাঁচ জয়ে উড়তে থাকা সিলেট নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। তবে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মাশরাফি-মুশফিকদের সিলেট।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই সিলেটের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরিশাল। সিলেটের সমান জয় পেলেও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের দল। আজ জিতলে সিলেটকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে বরিশাল।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ