Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

শান্ত মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে: লিটন

নাজমুল হোসেন শান্তকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হয়, সেটা সবারই জানা। এইতো সোমবারও (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামেন এই ব্যাটার। গ্যালারির কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় তার দিকে ভেসে যায় ব্যাঙ্গাত্মক চিৎকার।

শান্ত মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে: লিটন

শান্ত মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে: লিটন। ছবিঃ সংগৃহীত

ক্রিকেটার হিসেবে এমনটা মেনে নেওয়া কতটা কঠিন, ক’দিন আগে শান্ত নিজেই তা মুখ ফুটে বলেছেন। এ নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল লিটন দাসের কাছে। কারণ গত বছরও শান্ত জায়গাতেই ছিলেন তিনিও। এরপর অনেক কাঠখড় পেরিয়ে এখন জাতীয় দলের বড় তারকাদের একজন লিটন। পারফর্ম করছেন নিয়মিত।

প্রশ্নের জবাবে শান্ত সম্পর্কে লিটন বলেছেন, ‘দেখেন, আমার কাছে মনে হয় শান্ত মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে। যেহেতু সে অনেক দিন ধরে এসব ফেস করে আসতেসে, আমার মনে হয় না… আপনার যদি জ্বর আসে, তাহলে আপনি একদিন আপসেট থাকবেন। কিন্তু যখন নিয়মিত হতে থাকবে, তখন মনে হবে ধুর এটা আর এমন কী!’

আরও পড়ুনঃ হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্ষুদে বাঘিনীরা

কুমিল্লার ওপেনার বলেন, ‘আমার মনে হয় শান্তর ক্ষেত্রেও এমন হয়ে গেছে। শান্তর মনে হচ্ছে মানুষ এমন বলবেই। একটা ইন্টারভিউতে বলেছে, সে খেলতে নামলে একটা দলের বিপক্ষে খেলে না, সে পুরো দেশের বিরুদ্ধে গিয়ে খেলে, এটা একটা দলের জন্য খুব কঠিন। ও এই জায়গা থেকে বিশ্বকাপে এত ভালো খেলেছে, কামব্যাক করেছে,আমি মনে করব ও মানসিকভাবে শক্ত একটা ছেলে, ওকে বলার কিছু নাই। ও জানে কী করতে হবে।’

নিজে কীভাবে সমালোচনার সময়টুকু পাড় করেছেন এ নিয়ে লিটন বলছিলেন, ‘আমার বলব, আপ্স অ্যান্ড ডাউন্স থাকবেই, মানসিকভাবে ও যেমন স্ট্রং, আমিও ঠিক তাই। তো আমি বলব সে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে।’

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ