কাঁধ ও পাঁজরের চোটে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল-হাসান চট্টগ্রাম টেস্টে খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। পরে খেললেও প্রথম দিনের পর আর বোলিং করেননি। প্রথম ইনিংসে ব্যাট হাতেও খানিক অস্বস্তি দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের মধ্যে।

‘শুধু ব্যাটার হিসেবেও সাকিব দলের জন্য মূল্যবান’। ছবিঃ সংগৃহীত
তবে দ্বিতীয়বারে নেমে ম্যাচের শেষ দিন তিনিই দিয়েছেন খানিক উপভোগের খোরাক। এ দিন ৩ চার ও ৪টি ছক্কা মারেন তিনি। সবমিলিয়ে চার-ছয়ের মারে করেন ৮৪ রান।
এই ইনিংসের উদাহরণ তুলে ধরেই রাসেল ডমিঙ্গো বললেন, শুধু ব্যাটসম্যান হিসেবে খেললেও সাকিব দলের জন্য হতে পারেন মূল্যবান।
আমি এখনও শতভাগ নিশ্চিত নই সে মিরপুর টেস্টে বোলিং করতে পারবে কি-না। তবে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে। এটি অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ।
আরও পড়ুনঃ প্রথমবারের মতো টেস্ট দলে নাসুম
কারণ সাকিব একজন অলরাউন্ডার। আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন। আমাদের আগামী ২-৩ দিন তাকে পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সে ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য ফিট আছে।
সাকিব দলের সেরা ব্যাটসম্যানদের একজন। দ্বিতীয় ইনিংসেও ৮৪ রান করেছে এবং সে দলের অধিনায়কও। অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে, বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটসম্যান হিসেবেও দলে থাকার যোগ্য সে।
