
এবারের বিপিএলে জয় দিয়েই যাত্রা শুরু করেছিলো বরিশাল। কিন্তু টানা দুই ম্যাচ হারার পর অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে সাকিব আল হাসানরা।
মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রানের টার্গেট ছুড়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব-গেইল-ব্রাভোদের নিয়ে গড়া বরিশাল মাত্র ৯৫ রানেই অল আউট হয়ে যায়। ফলে টানা দুই ম্যাচের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৫৯ রান তাড়া করতে নেমে নাহিদুলের বোলিং ঘূর্ণিতে কুপোকাত বরিশালের ব্যাটসম্যানরা। সাকিব, গেইল, কিংবা ব্রাভো, কেউই সুবিধা করতে পারেনি খুব একটা। যার ফলাফল স্বরুপ ১৭.৩ ওভার খেলে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় বরিশাল।
দলের সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৪৭ বলে ২ টি চার সহ করেন ৩৬ রান। পাশাপাশি তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৭ রান।
কুমিল্লার হয়ে বোলিংয়ে সব থেকে ভালো দ্যুতি ছড়ান নাহিদুল। ৪ ওভারে ৫ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া শহিদুল ইসলাম, করিম জানাত ও তানভীর ইসলাম পেয়েছেন ২ টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যামেরন ডেলপোর্ট-মাহমুদুল হাসান জয় মিলে ৩৩ রানের জুটি গড়েন। ডেলপোর্ট (১৯) ও ফাফ ডু প্লেসি (৬) করে ফিরতে হয় সাজঘরে।
অবশ্য বিপর্যয় সামাল দিতে পেশাদারির পরিচয় দেন মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। ইমরুলের ১১ বলে ১৫, মুমিনুলের ২৩ বলে ১৭ ও জানাতের ১৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে কুমিল্লার রানের পরিমাণ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৫৮।
বরিশালের হয়ে ব্রাভো ৩০ রানে সর্বোচ্চ ৩ উইকেট এবং সাকিব নিয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ ২০ ওভারে ১৫৮/৭ (ডেলপোর্ট ১৯, মাহমুদুল ৪৮, ডু প্লেসি ৬, ইমরুল ১৫, মুমিনুল ১৭, করিম ২৯*, মাহিদুল ৮, নাহিদুল ০, শহীদুল ৫; সাকিব ২/২৫, নাঈম ১/৩১, তাইজুল ০/২২, লিনটন ১/১৮, ব্রাভো ৩/৩০, জিয়াউর ০/২৭)
ফরচুন বরিশালঃ ১৭.৩ ওভারে ৯৫ (সৈকত ০, নাজমুল ৩৬, সাকিব ১, তৌহিদ ১৯, গেইল ৭, নুরুল ১৭, ব্রাভো ০, জিয়াউর ০, লিনটন ৮, নাঈম ০, তাইজুল ২; নাহিদুল ৩/৫, মোস্তাফিজ ১/২২, শহীদুল ২/২২, তানভীর ২/১৯, করিম ২/২৬)।
