প্রথমে সাকিব আল হাসান তারপর লিটন দাস, এবার তাসিকনকে আহমেদকেও কেনার আগ্রহ দেখায়নি আইপিএলের কোন দল।

সাকিবের পর লিটন-তাসকিনকেও কিনেনি কেউ!
যদিও সাকিব এবং লিটন গত বছরও অবিক্রিত ছিলেন। কিন্তু দল পেয়েছিলেন তাসকিন। টি২০ বিশ্বকাপে লিটন-তাসকিনের পারফরম্যান্স দেখার পর অনেকেই ধারণা করেছিল এবার তারা নিশ্চই আইপিএলে দল পাবেন। কিন্তু এখন পর্যন্ত অবিক্রিত রয়ে গেছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার।
বিশ্বসেরা অলরাউন্ডারের নিলাম শুরু হয়েছিল ১ কোটি ৫০ লাখ রুপি থেকে। আর লিটন এবং তাসকিনের নিলাম শুরু হয়ে ৫০ লাখ রুপি থেকে। এখনও নিলামের দ্বিতীয় ধাপ বাকি আছে, সেখানে আবারও উঠবে এই ৩ টাইগারের নাম।
আরও পড়ুনঃ মাঠে ঢুকে সাকিবকে পা ছুঁয়ে সালাম করল ভক্ত
এদিকে নিলামের আগেই বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ দলের সিরিজ থাকায় দল পেলেও পুরো আইপিএলে খেলা হবে না সাকিব, লিটন, তাসকিনদের।
তাসকিনকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি!#IPL #IPLAuction #TaskinAhmed pic.twitter.com/ptbjwwXdVS
— CricDot (@cricdotofficial) December 23, 2022
ক্রিকেট বিষয়ক সাংবাদ ক্রিকবাজ জানিয়েছে বিসিসিআই আইপিএলের দলগুলোকে মেইলের মাধ্যমে জানিয়েছে আইপিএল চলাকালীন টাইগার ক্রিকেটাররা আয়ারল্যান্ড সিরিজে ব্যস্ত থাকবেন। আইপিএলে দল পেলে তারা ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খেলতে পারবেন।
