কন্ডিশন, ভ্রমণকান্তি কিংবা প্রস্তুতির ঘাটতি কিছুই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি নাসিম শাহর সামনে। তার একার তান্ডবেই লণ্ডভণ্ড হয়ে গেছে ঢাকা ডমিনেটরস।

‘হেক্সা’ পূরণ হলো ঢাকা ডোমিনেটর্সের! ছবিঃ সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৬৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১০৪ রানেই থেমেছে ঢাকা। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। নাসিম ৪ ওভার বল করে দিয়েছে মাত্র ১২ রান, আর উইকেট নিয়েছেন ৪ উইকেট।
ঢাকার ব্যাটারদের মধ্যে কেবল উসমান গনি বিশের বেশি করেছেন। অধিনায়ক নাসির হোসেন করেন ১৫ বলে ১৭। আরও একবার ব্যর্থ সৌম্য, আজ আউট হয়েছেন মাত্র ৩ করে। ৭ ম্যাচে এই ব্যাটারের রান ৪৫।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লারও। দলীয় ৪ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় তারা। এরপর ৩৫ রানে লিটন দাসের উইকেটও হারায় কুমিল্লা।
আরও পড়ুনঃ জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন আশরাফুল
তবে শেষ দিকে খুশদিল শাহর আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার পক্ষে নাসির হোসেন নেন সর্বোচ্চ ২টি উইকেট।
সাত ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়, এখন তারা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে হেক্সা (ছয়) নম্বর হার ঢাকার, অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে।
