গতকাল শ্রীলঙ্কার কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারত। তবে হারলেও এদিন দুইটি রেকর্ড গড়েছে ভারতীয় দল। প্রথমটি, দল হিসেবে সর্বোচ্চ নো বল করার রেকর্ড এবং অন্যটি ব্যক্তিগত হিসেবে সবচেয়ে বেশি নো বল করার রেকর্ড গড়েছেন পেসার আরশদিপ সিং।

১ ম্যাচে ২ লজ্জার রেকর্ড ভারতীয় পেসারদের! ছবিঃ সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় বোলাররা শেষ ম্যাচে ৭টি নো বল করেছেন। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি নো বল করার রেকর্ড এখন ভারতের দখলে। এর মধ্যে ৫ নো বল করে আরশদিপও নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।
মজার ব্যাপার হল, প্রথম ওভারেই ৩টি নো বল করেন তিনি এই পেসার। বাকি ২টি নো বল করে আরেক পেসার উমরান মালিক।
ভারতীয় বোলারদের এমন বোলিংয়ের সুযোগ নিয়ে আগে ব্যাট করে ২০৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা। শুধু অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের প্রায় সব বোলারই প্রচুর রান দিয়েছেন এই ম্যাচে।
আরও পড়ুনঃ মাঠেই জুমার নামাজ আদায় করলেন সাকিব-তামিমরা
এর আগেও এক ম্যাচ ৪টি নো বল দিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নো বল করার রেকর্ড আরশদিপের দখলেই ছিল। বৃহস্পতিবার সে রেকর্ড ভেঙে দিলেন নিজেই। এবার ৫টি নো বল করে ওয়েস্ট ইন্ডিজ়ের কিমো পলের সঙ্গে যুগ্মভাবে এক ম্যাচে সবচেয়ে বেশি নো বল করার তালিকায় বিশ্বের মধ্যে শীর্ষে আর্শদিপ।
