ভারতীয় ক্রিকেট শুধু নয়, সারা বিশ্বের ক্রিকেট অঙ্গনের বড় বিজ্ঞাপন বিরাট কোহলি। মাঠে ব্যাট হাতে আগুন ঝরানোর পাশাপাশি বিরোধী শিবিরে সৃষ্টি করেন আতঙ্ক। বর্তমানে ভারতের সবচেয়ে প্রত্যাশিত এই ব্যাটারের আয়টাও দেশটির অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে বেশি।

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২২ সালে স্পনসরশিপ এবং বাণিজ্যিক চুক্তি থেকে কোহলি আয় করেছেন ২৫৬ দশমিক ৫২ কোটি রুপি, যা কিনা গত বছর ভারতের যেকোনো ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন…কোহলি-খাজাদের পেছনে ফেলে নতুন উচ্চতায় লিটন
এ তালিকায় অন্যদের চেয়ে কোহলির তাঁর সতীর্থদের চেয়ে যোজন যোজন এগিয়ে। যেখানে দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে কোহলির আয় তিন গুণ বেশি। হিসাব অনুযায়ী ২০২২ সালে ভারতের বর্তমান অধিনায়কের আয় ছিল ৭৪ দশমিক ৪৭ কোটি রুপি।
তৃতীয় স্থানে থাকা যশপ্রীত বুমরার আয়ও কোহলির তুলনায় খুবই কম। চোটের সঙ্গে ধুঁকতে থাকা এ পেসার গত বছর আয় করেছেন ৫৭ দশমিক ৯২ কোটি রুপি। এ ছাড়া বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারদের তালিকাতেও কোহলির অবস্থান ৬১ নম্বর স্থানে।
আরও পড়ুন…বিপিএল মাতাতে বাংলাদেশের আকাশে ভারতীয় চাঁদ
ক্রিকডট/আইএ
